Regal Travel & Consultancy | ||||||||||||||||||||||||
|
সবাইকে আমাদের পক্ষ থেকে প্রীতিশুভেচ্ছা ও স্বাগতম।
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, নির্মল স্বপ্ন-আশা ও মানব সেবার প্রত্যাশা নিয়ে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ । আমরা জনকল্যাণমুখী মানবিক সেবার মাধ্যমে ব্যবসা করার জন্য ও গ্রাহকের সব ধরনের হয়রানী থেকে বাচাঁনোর জন্য গতানুগতিক নিয়মনীতিকে আধুনিকতার মাপকাঠিতে আমাদের সুদূর পরিকল্পনার লক্ষ্যে এগিয়ে যেতে বদ্ধপরিকর। আপনার/ আপনাদের সুপরামর্শ,সহযোগীতা একান্তই কামনা করি।
আমাদের সেবাসমুহ নিম্নে উল্লেখ করা হলো :
↬ জাতীয় বা আন্তর্জাতিক যে কোন দেশের বিমানের টিকেট অনলাইন ও অফলাইনে সরবরাহ করা।
↬ বিভিন্ন দেশে বৈধ ভাবে জনশক্তি সরবারহ করা হয় ।
↬ মধ্যপ্রাচ্য,ইউরোপ, আমেরিকা ও অস্টেলিয়া সহ বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত পরামর্শ দেওয়া ।
↬ বাংলাদেশের বাহিরে যাওয়ার জন্য সব ধরণের পরামর্শ , তথ্য প্রদান ও সার্বিক সহযোগীতা করা।